Posts

Showing posts from April, 2020

HSC পরীক্ষা 2020 এর জন্য গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ

Image
HSC : 2020  বাংলা পারিভাষিক শব্দ: ২০০০থেকে ২০১৭ সাল পর্যন্ত এইচএসসি সকল বোর্ড পরীক্ষায় অাসা গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ । এসব প্রশ্ন বারবার রিপিট হয় তাই এক নজরে দেখে নাও। পরিক্ষাই সাধারণ এগুলো থেকে প্রশ্ন হয়। Acting = কার্যকরী, ভারপ্রাপ্ত Allotment = বরাদ্দ Agenda = অালোচ্যসূচি Advice = উপদেশ Admission = ভর্তি Ad- hoc= তদর্থক, অনানুষ্ঠানিক Affidavit = শপথপত্র, হলফনামা Admit-card= প্রবেশ পত্ৰ Architecture = স্থাপত্য Auditor = নিরীক্ষক Audio= শ্রুতি Act= আইন Audit= নিরীক্ষা Abolition = বিলোপ Auction = নিলাম Author = লেখক,গ্রন্থকার Autograph – স্বাক্ষর Assembly = পরিষদ Aid=সাহায্য Ailen=বিদেশি Allegation =অভিযোগ Agent = প্রতিনিধি Adaptation = উপযোগীকরণ Agent = প্রতিনিধি Broker = দালাল Bacteria = জীবাণু Blue - Print = নীলনকশা Basin = অববাহিকা Barrack = সেনানিবাস Book -post = খোলা ডাক Book - keeping = হিসাবরক্ষণ Birth - Control = জন্মনিয়ন্ত্রণ Bail = জামিন Break of study = অধ্যায়ন বিরতি Bio - data = জীবনবৃত্তান্ত By -election = উপনির্বাচন Brand = প্রতীক / মার্কা Biography = জীবনচরিত Bond

Ulysses poem বাংলা অনুবাদ

Image
Poem : It little profits that an idle king, By this still hearth, among these barren crags, Match'd with an aged wife, I mete and dole Unequal laws unto a savage race, That hoard, and sleep, and feed, and know not me. I cannot rest from travel: I will drink Life to the lees: All times I have enjoy'd Greatly, have suffer'd greatly, both with those That loved me, and alone, on shore, and when Thro' scudding drifts the rainy Hyades Vext the dim sea: I am become a name; For always roaming with a hungry heart Much have I seen and known; cities of men And manners, climates, councils, governments, Myself not least, but honour'd of them all; And drunk delight of battle with my peers, Far on the ringing plains of windy Troy. I am a part of all that I have met; Yet all experience is an arch wherethro' Gleams that untravell'd world whose margin fades For ever and forever when I move. How dull it is to pause, to make an end, To rust unburnish'd, not to s

Sinking Fund (সিঙ্কিং ফান্ড) বা প্রতিপূরক তহবিল কি?

সিঙ্কিং ফান্ড বা প্রতিপূরক তহবিল কি? প্রতিপূরক তহবিল ( Sinking Fund) হচ্ছে এমন এক তহবিল যা দায় পরিশোধ অথবা সম্পদ পরিবর্তন করতে কাজে লাগানো হয়। কেন এটি প্রয়োজনীয়? কারণ সম্পদ পরিবর্তন সব সময় হয় না। যখন হয় তখন তার ব্যয় অনেক হয়। সে চাপ মোকাবেলা করার জন্য এই তহবিল গড়ে তোলা হয়ে। সব সময় ঋণ পাওয়া যায় না।  সে দিক থেকে এই তহবিল গড়ে তোলা বেশ সুবিধা জনক। এতে বাড়তি খরচ কমে।    এর জাবেদা কি হবে?  বিষয়টির সমাধান সহজ। উচ্চমাধ্যমিক এর বই অনুযায়ী  তফসিল ১১ কোম্পানি আইন অনুযায়ী দায় ও মালিকানা স্বত্ব পাশে বসবে। প্রতিপূরক তহবিল তৈরী করতে টাকা লাগে। কিন্তু এই টাকা সরাসরি ক্যাশ থেকে নাও আসতে পারে। কিন্তু এই টাকা অবশ্যই মুনাফা থেকে আসে।  তাই লাভ লোকসান হিসাব কমে ডেবিট হবে। আর তহবিলটি অবধারিত ভাবে ক্রেডিট হবে। তবে এই ধারা অনুসরণ করা বাধ্যতামূলক নয়।আরেকটি তত্ত্ব রয়েছে। যেহেতু এটি ভবিষ্যতে দায় পরিশোধ করবে তাই এই ফান্ড কে সম্পদ ধরে নন কারেন্ট অ্যাসেট এর মধ্যে অন্তর্ভুক্ত করে ক্যাশ কমাতে হবে।   What is Sinking Fund and what will be the journal for it? A sinking fund is a fund which we create to pay debt on time or